• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

করোনা মোকাবেলায় জেলা প্রশাসন চাঁদপুরের দৃষ্টান্ত

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২০, ১২:৫২ | আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৩:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনাভাইরাস মোকাবেলায় চাঁদপুরের জেলা প্রশাসক মো:মাজেদুর রহমানের খানের নেতৃত্বে সরকারি নির্দেশনা অনুয়ায়ী শুরু থেকেই প্রায় ৪০০ জনবল ঝুঁকি নিয়ে দিন-রাত সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে ২০টি মোবাইল কোর্ট । জেলা সদরে রয়েছে ৪টি মোবাইল কোর্ট ও প্রতি উপজেলায় রয়েছে ২টি করে মোবাইল কোর্ট । গতকাল ২৯ এপ্রিল চাঁদপুর জেলা প্রশাসন দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে ।

চাঁদপুর জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এ কার্যক্রমের মধ্যে রয়েছে  সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা, প্রধানমন্ত্রীর উপহার যাবে বাড়ি, কোয়ারেন্টেন নিশ্চিতকরণ, সততা স্টোর ,দুঃস্থদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা ,মোবাইল ডিউটি, জনমত তৈরীতে মাইকিং ,বিদেশ হতে আগতদের তথ্য সংগ্রহ,পার্শ্ববতী জেলা হতে আগতদের তথ্য সংগ্রহ,ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিং,বাজার মনিটরিং, মোবাইল কোর্ট,গুজুবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনসহ আরো নানা কর্মসূচী বাস্তবায়ন ।

এর মধ্যে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মধ্য বিত্ত ও নিন্ম মধ্য বিত্ত পরিবারের মাঝে ত্রাণ যাবে বাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার সারাদেশে সবচেয়ে বেশী প্রশংসিত হয়েছে । ২৮ এপ্রিল পর্যন্ত মোট ১৯৭০টি পরিবারকে ত্রাণ যাবে বাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হয়েছে ।এই কর্মসূচীট সফল বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ।

ঝুঁকি নিয়ে তারই তত্ত্বাবধানে দিন-রাত একদল স্বেচ্ছাসেবক দল এ কাজে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে । এছাড়াও দিন-রাত ঝুঁকি নিয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা করোনার শুরু থেকে সদরের ইউনিয়ন পর্যায়ে বাড়ী বাড়ী ত্রাণ বিতরণ,সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা বৃদ্ধি,দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট পরিচালনা,করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্টসহ নানা কর্মসূচী পালন করেন । অন্যান্য উপজেলার নির্বাহী অফিসারগনও স্ব স্ব উপজেলায় করোনা প্রতিরোধে ব্যাপক কাজ করছেন ।

চাঁদপুর জেলা প্রশাসন এ কার্যক্রমে নিয়োজিত রয়েছে চাঁদপুর জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসকগণ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ,সকল থানার ইউএনও ,নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ,জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ ।

এর মধ্যে গতকাল ২৯ এপ্রিল চাঁদপুরের হাজীগঞ্জ ইউএনও দিন-রাত ঝুঁকি নিয়ে মাঠে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ।

চাঁদপুরে মাঠ পর্যায়ে ঘুরে দেখা গেছে,করোনা মোকাবেলায় মাঠে জেলা পুলিশের পর পরই চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসনের জনবল বেশী কাজ করছে । দিন-রাত চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসন,নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন এই মহা-দুর্যোগের সময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে । যা কিনা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে । চাঁদপুরের আপাময় চাঁদপুর জেলা প্রশাসনের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে । চাঁদপুর জেলা প্রশাসনের এসব কার্যক্রম বাস্তবায়ণে সেনাবাহিনী ও জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করছে ।

এ ব্যাপারে চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, সরকারের নির্দেশনা অনুয়ায়ী করোনা (কোভিড -১৯)মোকাবেলায় চাঁদপুরে জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খানের নেতৃত্বে আমরা ৪০০ জনবল ঝুঁকি নিয়ে দিন-রাত মাঠে সার্বক্ষণিক কাজ করছি ।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে ২০টি মোবাইল কোর্ট । এই দুর্যোগ মুহুর্তে আমরা সবার সহযোগিতা চাই । আশা করছি সবাই লকডাউন মেনে চলবে ।

সর্বাধিক পঠিত