চাঁদপুরে এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ৮ সুস্থ হয়েছেন ৭জন


চাঁদপুর জেলায় গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা হয়েছে মোট ১৭ জন। এদের মধ্যে ৮জন বর্তমানে করোনা রোগী হিসেবে চিকিৎসাধীন আছেন। এই ৮ জনের মধ্যে তিনজন আছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে, আর অপর পাঁচজন আছেন নিজ নিজ বাসায়। তাদের তেমন কোনো অসুস্থতা অনুভব না হওয়ায় তাঁদেরকে বাসায়ই হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে।
আর করোনায় আক্রান্ত হওয়াদের থেকে পূর্ণাঙ্গ সুস্থ হয়েছেন ৭জন। এঁরা হচ্ছেন চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডের একই পরিবারের তিনজন, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে ল্যাব টেকনিশিয়ান মোঃ ফারুক হোসেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আরএমও ডাঃ মেহেদী হাসান এবং একই উপজেলার জামাতা সুজন ও চাঁদপুর সদরের বহরিয়া এলাকার নান্নু।
এছাড়া আক্রান্ত হওয়াদের থেকে মারা যাওয়া দুইজন রোগ শনাক্ত হওয়ার আগেই মারা গেছেন।