• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জের ইউএনওসহ চাঁদপুরে নতুন আরো দুজন করোনায় আক্রান্ত

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২০, ১২:৪০ | আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৩:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মাঝেমধ্যে দু' একদিন 'করোনায় আক্রান্ত নতুন কোনো রোগী নেই' খবর শুনে যে খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই, তা কিছুটা উপলব্ধি করা গেলো গতকাল। গতকাল চাঁদপুরে নতুন করে আরো দু'জন করোনায় আক্রান্ত হওয়ার সংবাদে আগের দু'দিনের নেগেটিভ হওয়ার খবরে চাঁদপুরবাসী যে কিছুটা স্বস্তিবোধ করছিল, তা যেনো অনেকটা মস্নান হয়ে গিয়েছে। তাও আক্রান্ত ব্যক্তি হচ্ছেন উপজেলা প্রশাসনের একজন প্রধান কর্মকর্তা। যাঁরা এই ক্রান্তিকালে সবসময় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, যে কোনো সময় খবর পাওয়ামাত্র ছুটে যাচ্ছেন মানুষের পাশে, তাঁরাই এখন আক্রান্ত হচ্ছেন। এ খবরটিই মানুষকে ব্যথিত করছে। তাঁরাই যদি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে যান, তাহলে আক্রান্ত হওয়া সাধারণ মানুষ এবং লকডাউনের কারণে বেকার হয়ে যাওয়া মানুষগুলোর খোঁজ খবর নেবে কে? এ চিন্তায় মানুষজনকে ভাবিয়ে তুলেছে।


গতকাল বুধবার চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৪২ জনের নমুনার রিপোর্ট আসে। এর মধ্যে ২জন পজিটিভ আর ৪০ জনের রিপোর্ট ছিল নেগেটিভ। পজিটিভ দু'জনই হাজীগঞ্জের। একজন হচ্ছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আর অপরজন হচ্ছেন হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ শাহজালাল ইসলামী ব্যাংক ভবনের বাসিন্দা। এ খবরে পুরো হাজীগঞ্জজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 


গতকাল বুধবার দিনের শুরুতে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করা হয় করোনাভাইরাসের নতুন কোনো রিপোর্ট এসেছে কি না। তখন জানা যায় একজন পজিটিভ আছে, তিনি হাজীগঞ্জ শহরের বাসিন্দা। তাঁর বয়স হবে আনুমানিক ৩৭ বছর। পরে দুপুর ২টার দিকে এই প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান সাহেবকে ফোন করেন অন্য বিষয়ে কথা বলতে। তখন তাঁর কাছ থেকে জানা গেলো হাজীগঞ্জের ইউএনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য জানার পর সিভিল সার্জনকে ফোন করা হয় এ বিষয়ে বিস্তারিত জানার জন্যে। তখন সিভিল সার্জনও হাজীগঞ্জ ইউএনও'র করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজকে (গতকাল) দ্বিতীয় দফা রিপোর্টে তিনটির মধ্যে একটি পজিটিভ আসে। সে একজনই হাজীগঞ্জের ইউএনও। তিনি আরো জানান, ইউএনও এখন বাসাতেই থাকবেন হোম কোয়ারেন্টাইনে এবং বাসায়ই চিকিৎসা চলবে। আর বাসার অন্য সদস্যরাও হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এছাড়া বাসার অপর সদস্যদের স্যাম্পল নেয়া হয়েছে। আজ সেগুলোলো ঢাকা পাঠানো হবে।

হাজীগঞ্জের অপরজন যিনি আক্রান্ত হয়েছেন, তিনিও বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকবেন। অসুস্থতা অনুভব করলে তাঁদেরকে হাসপাতালে আনা হবে বলে জানান সিভিল সার্জন। এই আক্রান্ত ব্যক্তির পরিবারের অপর সদস্যদের স্যাম্পল আজ নেয়া হবে।


এদিকে ইউএনও করোনায় আক্রান্ত হওয়ার সংবাদে জেলা ও সকল উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে বেদনার পরিবেশ পরিলক্ষিত হয়। তাঁরা হাজীগঞ্জ ইউএনওর প্রতি সমবেদনা জানান।

সর্বাধিক পঠিত