চাঁদপুরে নতুন কোনো করোনা রোগী নেই
৩১৩ নমুনার মধ্যে নেগেটিভ ২৩৯ রিপোর্ট অপেক্ষায় ৬০


চাঁদপুর জেলায় করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে বলে বুঝা যাচ্ছে।
গত ক'দিন যাবৎ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার নতুন কোনো রিপোর্ট আসেনি। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে নমুনা পরীক্ষার ১০টি রিপোর্ট আসে। সবগুলোই নেগেটিভ। এর আগের দিনও দুটি রিপোর্ট এসেছে, সে দুটোও নেগেটিভ। অর্থাৎ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী চাঁদপুর জেলায় শনাক্ত হয়নি। গতকাল রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্যে এ খবর পাওয়া গেছে।
সূত্রটি জানায়, গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে মোট ৩১৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে ঢাকা পাঠানো হয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত ফলাফল আসে ২৫৩টির। এর মধ্যে ২৩৯টি নেগেটিভ। পজিটিভের সংখ্যা আগের ১৪টিই রয়েছে। রিপোর্ট প্রাপ্তির অপেক্ষায় আছে ৬০টি। ১৪টি পজিটিভের মধ্যে মারা যাওয়া দু'জন ছাড়া অন্যরা পূর্ণাঙ্গ সুস্থ হওয়ার পথে। তবে মতলব উত্তরের দু'জন আরো ক'দিন আগেই পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছেন। জানা গেছে, পজিটিভ রোগীর ১৪ দিন হোম কোয়ারেন্টাইন অথবা হাসপাতালে আইসোলেশনে পার হওয়ার পর দুটি পরীক্ষা করতে হয়। প্রথম পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসার পর ক'দিন পর পুনরায় আরেকটি পরীক্ষা করতে হয়। দুটি রিপোর্টই যদি নেগেটিভ আসে তাহলে সে রোগী পূর্ণাঙ্গ সুস্থ বলে তাকে স্বাস্থ্য বিভাগ থেকে ছাড়পত্র দেয়া হয়। এখন উপরোক্ত সংখ্যার ৮জনই সর্বশেষ পরীক্ষার অপেক্ষায় আছেন।