চাঁদপুরে ২৮৩ নমুনার মধ্যে নেগেটিভ ২২৮


কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট গতকাল চাঁদপুরে দুইটি এসেছে। দুইটিই নেগেটিভ। গতকাল পর্যন্ত চাঁদপুর জেলায় নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। গত শনিবার পর্যন্ত যে ১৪ জন শনাক্ত হওয়ার রিপোর্ট এসেছে, এ সংখ্যা আর বাড়েনি।
এদিকে গতকাল চাঁদপুর জেলায় নতুন করে ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাই নমুনা সংগ্রহ করার সংখ্যা এখন মোট ২৮৩। এর মধ্যে ২৪২ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪ জন পজিটিভ। আর ২২৮ জন নেগেটিভ। রিপোর্ট প্রাপ্তির অপেক্ষায় রয়েছে ৪৩ জনের। চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে রাতে সর্বশেষ এ রিপোর্ট পাওয়া গেছে। সূত্র থেকে আরো জানা যায়, চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ২ জন। এ দুইজনই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আর হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৮৪ জন।