• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে করোনা রোগীর পলায়ন

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২০, ১০:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঢাকা থেকে করোনাভাইরাস নিয়ে গ্রামের বাড়ি চলে আসলেও সেখানে তার জায়গা হয়নি। পরে আড়াইশ' শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে আসলে তাকে চিকিৎসকগণ আইসোলেশন ইউনিটে ভর্তি দিলে তিনি সেখান থেকেও পালিয়ে গেছেন। পুলিশ তাকে এখন খুঁজছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেলে। ওই রোগীর নাম ইব্রাহিম, বয়স আনুমানিক ২৫ হবে। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজারস্থ পোয়া গ্রামে। পিতার নাম কামরুজ্জামান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ও করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে ফোকালপার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে ওই রোগী হাসপাতালে আসেন। তিনি যে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত সে রিপোর্টও তার সাথে ছিলো। সে সময় হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ সৈয়দ আহমদ কাজল তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি দেন। তাকে নিয়ে ওয়ার্ডবয়রা আইসোলেশন ইউনিটে যান। এদিকে আইসোলেশন ইউনিটের ওয়ার্ডবয়রা যখন পিপিই পরার প্রস্তুতি নিচ্ছিল, তখনই করোনা রোগী ইব্রাহিম পালিয়ে যান। তাৎক্ষণিক তাকে হাসপাতালের আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে মডেল থানা পুলিশকে জানানো হয়। জানা গেছে, পুলিশ তাকে খুঁজছে। কারণ, তাকে আটক না করলে তো সে এখন এই ভাইরাস ছড়াতে থাকবে।

এদিকে এ ঘটনা জেনে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, সে লকডাউন অবস্থায় ঢাকা থেকে কীভাবে আসল? সে এ অবস্থায়ই গ্রামের বাড়ি গিয়েছে। বাড়ির মানুষ তার আক্রান্ত হওয়ার বিষয়টি জানার কারণে তাকে বাড়িতে থাকতে দেয়নি। পরে তিনি হাসপাতালে আসলেও এখান থেকেও তিনি পালিয়ে যান। তাহলে তিনি কত জায়গায় গিয়েছেন এবং কতজনকে যে সংক্রমিত করেছেন তা বলা অসম্ভব।