• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২০, ০৯:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ঢালীরঘাটে ডাকাতিয়া নদীতে ডিঙ্গি নৌকায় শিশু যাত্রী নিয়ে পার হওয়ার সময় বজ্রপাতে আঃ হামিদ শেখ (৬০) নামে এক মাঝি নিহত হয়েছেন।


২৬ এপ্রিল রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে প্রচ- বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে নৌকা থেকে পানিতে ডুবে যান তিনি। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিস (নৌ বিভাগ)-এর ডুবুরী আনিছুর রহমান ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।


নিহত হামিদ শেখ চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড মধ্য ইচলী গ্রামের মৃত রুস্তম আলী শেখের ছেলে। তিনি নদীতে মৃত্যুবরণ করায় হাসপাতালে আনা হয়নি। পরিবারের লোকজন উদ্ধারের পর নিজ বাড়িতে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার সার্ভিস নৌ ইউনিটের টীম লিডার মোসলেম মিয়াজী।

স্থানীয়রা জানান, নিহতের সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়ভাবে জনপ্রতিনিধিদের সাথে কথা বলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ এবং দাফনের কাজ সম্পন্ন করা হবে।

 

সর্বাধিক পঠিত