• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আইসোলেশনে মারা যাওয়া ফরিদগঞ্জের কিশোরী শারমিন করোনায় আক্রান্ত ছিলো

প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২০, ১২:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যাওয়া ফরিদগঞ্জের কিশোরী শারমিন (১৪) করোনায় আক্রান্ত ছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে। গতকাল ২৫ এপ্রিল শনিবার এমন তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ। তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শারমিন (১৪) করোনায় আক্রান্ত হয়েই মারা গিয়েছে। শনিবার সকালে করোনা ভাইরাসের মোট ৩২টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে মৃত শারমিনের রিপোর্ট পজিটিভ। বাকি অন্য ৩১টি রিপোর্ট নেগেটিভ এসেছে।

সিভিল সার্জন আরো জানান, ২৩ এপ্রিল একই রাতে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকার বৃদ্ধা আনোয়ারার (৭৫) রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া হাইমচরে মারা যাওয়া শিশু লিপির (৭) রিপোর্টও নেগেটিভ এসেছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাদের সবাইকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছিলো।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদগঞ্জের পশ্চিম লাড়ুয়া এলাকার কিশোরী শারমিন (১৪) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার আগে শারমিনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। সেখান থেকে শারমিনের রিপোর্ট পজিটিভ এসেছে।

চাঁদপুরে এ নিয়ে মোট ২জন করোনায় মারা গেলেন। ২জনই মারা যাওয়ার পর রিপোর্টে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।


এ দিকে মৃত শারমিনের রিপোর্টে করোনা আসায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডসহ কিছু অংশ লকডাউন করা হয়েছে। এ পরিস্থিতিতে হাসপাতালের ওই এলাকায় কাউকে যেতে দেয়া হচ্ছে না।