ফরিদগঞ্জে করোনায় কিশোরী মৃত্যুর ঘটনায় ৫ বাড়ি লকডাউন
কন্টাক্ট ট্রেসিং করে নমুনা সংগ্রহের উদ্যোগ


জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট তথা করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকরা কিশোরী শারমিন আক্তারের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। মৃত্যুবরণ করার দিন স্থানীয় কর্তৃপক্ষ তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের প্রাথমিকভাবে দুটি বাড়ি লকডাউন করলেও বর্তমানে পরিধি বাড়িয়ে ৫ বাড়ি লকডাউন করে। এদিকে আনোয়ারা বেগম (৭৫) নামে মৃত্যুবরণ করা বৃদ্ধার করোনা নেগেটিভ এসেছে। ফলে ফরিদগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। মৃত্যু ১জন। আক্রান্তদের মধ্যে একজন সুস্থ হওয়ার পথে।
জানা গেছে, ঢাকা থেকে আগত কিশোরীটি ২২ এপ্রিল বুধবার ভর্তি হওয়ার পর চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যুবরণ করে। পরে তার নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হয়। গতকাল শনিবার সকালে আসা ৩২ জনের রিপোর্টের মধ্যে শারমিনের রিপোর্ট পজিটিভ আসে। অন্যগুলো নেগেটিভ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, শারমিনের মৃত্যুর দিনই ওই গ্রামের দুটি বাড়ি এবং পরবর্তীতে কন্টাক্ট ট্রেসিং করে ৫ বাড়ি লকডাউন করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, নমুনা পজিটিভ আসার পর থানা পুলিশ গিয়ে আরো তথ্য নিয়ে আসে এবং লকডাউন কঠোরভাবে পালনের নিদের্শনা দিয়ে আসে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি জানান, মৃত শারমিনের কন্টাক্ট ট্রেসিং করে ওই বাড়ির ৫জনের নমুনা এবং ফরিদগঞ্জের একটি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হওয়ায় তার সংস্পর্শে আসা হাসপাতালে একজনের নমুনা সংগ্রহ করা হবে।
এদিকে করোনা আক্রান্ত হওয়া ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙ্রে মেডিক্যাল টেকনোলজিস্ট গোলাম ফারুক অনেকটা সুস্থ হওয়ার পথে। তার দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। এখন অপেক্ষা ৪৮ ঘন্টা পর তৃতীয় পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলে তিনি পুরোপুরি করোনা মুক্ত হবেন। এই করোনা যোদ্ধা এ প্রতিনিধির কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি সুস্থ হয়ে আবারো কাজে যোগ দিয়ে মানুষের সেবা করতে চাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী জানান, এই পর্যন্ত ফরিদগঞ্জের মোট ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। একজন হাসপাতালের স্টাফ, একজন গুপ্টি পুর্ব ইউনিয়নের বৈচাতরী গ্রামের এবং সর্বশেষ জন গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের।
এদিকে একটি সূত্র জানিয়েছে, একটি কাভার্ড ভ্যানে করে শুক্রবার রাতে নারায়ণগঞ্জ পৌর এলাকার মিরপুরসহ বিভিন্ন এলাকায় বেশ কিছু লোক এসেছে। তাদের দ্রুত ট্রেসিং করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।