ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ২৩:৩০
স্টাফ রিপোর্টার।।


করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পর এবার পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী দিয়েছে 'ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপ’। ২৪ এপ্রিল শুক্রবার সংগঠনের পক্ষ থেকে ৫০ পরিবারের ঘরে পৌঁছে দিয়েছে ছোলাবুট, মটর ডাউল, চিনি, সয়াবিন তৈল, চিড়া, খেজুরসহ খাদ্য সহয়তার প্যাকেট।

সম্প্রতি ১৫-০১-২০২০ ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপটি প্রতিষ্ঠিত হয়। গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ রুবেল আহম্মেদ জানান, পবিত্র রমজানুল মুবারক উপলক্ষ্যে অসহায় দরিদ্রদের মাঝে, ঢালীর ঘাট, বাগাদী চৌরাস্তা, বঙ্গবন্ধু সড়ক, তালতলা, চিত্রলেখা, কয়লা ঘাট, পুরান বাজার-পূর্ব জাফরাবাদ রমজানের ইফতার সামগ্রীর উপহার বিতরন করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রাসেল প্রিন্স, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আলী হোসেন, মোঃ শাহারুখ গাজী, মোঃ আরাফাত, উম্মে হাবিবা, মাজহার হোসেন, আর বি রাসেলসহ আরো অনেকে। অসহায় মানুষদের খাদ্য সহয়তা দিতে আমাদেরকে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
বিঃ দ্রঃ- প্রতিষ্ঠাতার পর থেকে ইলিশের বাড়ি চাঁদপুর ব্লাড ডোনেশন গ্রুপের সদস্যরা ১৫০ ব্যাগের উপরে মানুষের জীবন বাঁচাতে রক্ত দিয়েছে।