• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন কাতার প্রবাসী মাহবুব আলম

শাহরাস্তিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ১৩০ হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কাতার প্রবাসী মোঃ মাহবুব আলম।

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০২০, ১৪:২৬ | আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৪:৩২
ইউসুফ পাটোয়রী লিংকন
প্রিন্ট

শাহরাস্তিতে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন কাতার প্রবাসী মাহবুব আলম

ইউসুফ পাটোয়ারি লিংকনঃ  

শাহরাস্তিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ১৩০ হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কাতার প্রবাসী মোঃ মাহবুব আলম। ২৪ এপ্রিল শুক্রবার বেলা ৮:৩০ ঘটিকায় শাহরাস্তি পৌরসভার নাওড়া রেল গেইটে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোনাপুর, ঘুঘুশাল ও নাওড়া গ্রামের ১৩০ পরিবারের মাঝে ৩ কেজি ছোলা, দেড় কেজি চিনি, ১ কেজি খেজুর ও ১ কেজি মুরি বিতরণ করা হয়। শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ উপস্থিত থেকে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় পৌরমেয়র ইফতার সামগ্রী গ্রহনের জন্য আগতদের উদ্দেশ্যে বলেন, শাহরাস্তি-হাজীগঞ্জের মাননীয় এমপি মেজর(অব.)রফিকুল ইসলাম বীর উত্তমের নির্দেশনা মোতাবেক উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, সমাজের ধনি ও সচ্ছল ব্যক্তিদেরকে এমন মহতি কাজে আরো বেশি বেশি এগিয়ে আসা উচিৎ। দেশব্যাপী চলমান করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না।

এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, যুবনেতা ডা. সুমন বৈদ্য, শাহরাস্তি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।

 

সর্বাধিক পঠিত