• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাইমচরে সুপারির বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০২০, ১১:২২
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

হাইমচরে সুপারি বাগান থেকে মিষ্টার রাঢ়ি (৩০) নামে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে দক্ষিণ আলগী ইউনিয়নের চরপোড়ামূখী গ্রামের মৃত আলী আশ্রাদ রাড়ীর সুপারির বাগান থেকে রক্তাক্ত মৃতদেহেটি উদ্ধার করা হয়। হাইমচর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। 

নিহত মিষ্টার রাঢ়ি ওই গ্রামের হাসিম রাঢ়ির ছেলে। সংবাদ পেয়ে চাঁদপুর জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করেছে। 

নিহতের ভাই আক্তার জানান,বুধবার থেকে তার ভাই নিখোঁজ ছিল।পরের দিন ভোর বেলায় পরিত্যক্ত সুপারী বাগানে আশপাশের লোকজন দেখে খবর জানায়।আমার ভাইয়ের কোন শত্রু ছিলনা, কি এমন হল সেটাও বুঝতে পারছি না।