ফরিদগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ কর্মীরা


বোরো মৌসুমে ধান কাটার লোকবল না পাওয়ায় ফরিদগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেরাই কৃষকের ধান কেটে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পৌর এলাকার কেরোয়া গ্রামের দুই কৃষকের প্রায় ২৭ শতক জমির ধান তারা কেটে দেন।
উপজেলা ছাত্রলীগ নেতা আলআমিন জানান, ফরিদগঞ্জ পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডের কেরোয়া গ্রামের দুই কৃষক পাকা ধান কাটা নিয়ে বিপদে পড়ার সংবাদ তারা পান। বৃহস্পতিবার সকালে তিনিসহ ছাত্রলীগের সারোয়ার হোসেন রনি, সৈকত মিজি, রিমন মেহেদী, আব্দুল্যা গাজী, আহমদ আরমান, আবুল কাশেম, আঃ হামিদ, সাহেদ, সুমনসহ বেশ ক'জন নেতা-কর্মী ওই দুই কৃষকের ধান কেটে বাড়ি পেঁৗছে দেন।
তিনি জানান, দরিদ্র ও অসহায় কৃষক যদি অর্থাভাবে ধান কাটতে না পারে, তবে তারা উপজেলার যেই প্রান্তেই হোক না কেনো, তারা গিয়ে ধান কেটে দিবেন।