• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

করোনা পরিস্থিতিতে চাঁদপুর সদর উপজেলা পরিষদের জরুরি আইনশৃঙ্খলা সভা

অনির্দিষ্টকালের এই মহাদুর্যোগে জনগণের পাশে থাকতে জনপ্রতিনিধিদের সহযোগিতা করুন : নূরুল ইসলাম নাজিম দেওয়ান

সরকারি খাদ্য সহায়তা বিতরণে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন : অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২০, ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সাধারণ জনগণের পাশে থাকতে দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান। অনির্দিষ্টকালের এই মহাদুর্যোগের সময় জনপ্রতিনিধিরা যাতে জনগণের পাশে থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন সে সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি। একইভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও জনগণের কাছে চাল বিতরণসহ নানা প্রয়োজনে সাধারণ জনগণের পাশে থাকতে সহযোগিতা কামনা করেছেন। তবে বেশ ক'জন চেয়ারম্যান তাদের উপর চাল আত্মসাতের মিথ্যা ও ভিত্তিহীন অপবাদের প্রতিবাদে তারা আর চাল তুলবেন না বলে সভায় স্পষ্টভাবে জানিয়ে দেন। তারা এও জানান, আমরা যেহেতু জনপ্রতিনিধি, তাই আমাদের উপর যে দায়িত্ব আছে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের দাবি হচ্ছে, সরকারি চালের যে ডিও হয়, সে ডিও আমাদের নামে বরাদ্দ দেয়ার পরিবর্তে টেগ অফিসারের নামে যেনো দেয়া হয়। তবে এর জন্যে যে সব খরচ আছে, সব খরচ আমরা দেবো এবং চাল বিতরণ কাজেও আমরা মুখ্য ভূমিকা রাখবো।


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, আমাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। তাই আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা জনপ্রতিনিধিরা যখন চাল বিতরণ করবেন, তা আগেই আমাদেরকে অবহিত করবেন। আর কবে, কখন, কোন্ এলাকায় এবং কী পরিমাণ মানুষের মাঝে বিতরণ করবেন সেটি আগেই ছক করে রাখবেন। যাতে করে আমরা আইনশৃঙ্খলা রক্ষায় আপনাদেরকে সার্বিক সহযোগিতা করতে পারি। এর দ্বারা স্বচ্ছতাও নিশ্চিত হলো। তিনি আরো বলেন, সরল বিশ্বাসে এমন কোনো কাজ করা ঠিক হবে না, যেটি নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হয় অথবা আপনার কোনো শত্রু আপনাকে বিপদে ফেলতে না পারে।

 


চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা তাঁর আলোচনায় বলেন, বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করতে হলে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং সমাজের দায়িত্বশীলদের সহযোগিতা অবশ্যই লাগবে। তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলা সারাদেশের মধ্যে একটি আদর্শ উপজেলা। আমাদের মাননীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে আমরা সবসময় সরকারের সকল কর্মসূচি খুবই দায়িত্ববোধের সাথে সুচারুভাবে বাস্তবায়ন করে আসছি। আগামীতেও সকলের সহযোগিতায় সরকারের সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 


চাঁদপুর সদর উপজেলা পরিষদের জরুরি আইনশৃঙ্খলা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল রোববার সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। বর্তমান করোনা ভাইরাসের পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে ইউপি চেয়ারম্যানদের চাল বিতরণসহ নানা কাজে যেসব সমস্যা হচ্ছে, তা থেকে উত্তরণের উপায় নির্ধারণে করণীয় ঠিক করতে গতকালের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যানগণ গ্রামাঞ্চলে যে সরকারের কোনো বিধিনিষেধই মানা হচ্ছে না তা তুলে ধরেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ নানা পরামর্শ এবং দিকনির্দেশনা দেন।

 


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, এনএসআই-এর চাঁদপুরের উপ-পরিচালক কৌশিক আহমেদ কনক, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মামুন পাটোয়ারী, কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম খান, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু, আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামিম।