শিক্ষামন্ত্রীর নির্দেশে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে


করোনায় কর্মহীন অসহায় মানুষকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উপহার খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। রোববার সকালে নিজ উদ্যোগে ইচলী পাটওয়ারী কোল্ডস্টোরেজ প্রাঙ্গণ থেকে প্রায় ২শ' ৫০ কর্মহীন মধ্যবিত্ত পরিবারের মাঝে চালসহ ডাল, তেল, আলু, পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিদিনই অসহায় ঘরবন্দী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী পেঁৗছে দেয়া হচ্ছে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে।
সকল হতদরিদ্র ও নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত লোকজনের মাঝে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নির্দেশে দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা রাস্তায় হেঁটে হেঁটে এবং মানুষের বাসায় বাসায় গিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেঁৗছে দেন।
আইয়ুব আলী বেপারী বলেন, আমরা এই আপদকালীন সময়ে কর্মহীন অসহায় মানুষকে সহায়তা প্রদান করে যাচ্ছি। এই সঙ্কটময় সময় কাটিয়ে যতদিন না মানুষ স্বাভাবিক সময়ে ফিরে আসবে ততদিন এই সহায়তা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহাজাহান বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-অহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদস্য আব্দুল গনি, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ওয়ার্ড মেম্বার) আব্দুল কাদের গাজী, যুবলীগ নেতা বজলুর রহমান বজু মোল্লা, কামরুল হাসান টিটু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতা কাউসার হেসেন, ছাত্রলীগ নেতা মোস্তফা বেপারী, আরিফ প্রমুখ।