চাঁদপুর চেম্বারের ৫০০ প্যাকেট খাদ্য সহায়তা


দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতিতে কর্মহীন ও দিনমজুর মানুষদের মাঝে বিতরণের জন্য ব্যবসায়ীদের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ৫০০ প্যাকেট পুলিশ প্রশাসনকে সরবরাহ করেছে চাঁদপুর জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
পুরাণবাজার বাতাসা পট্টির বেঙ্গল ট্রেডিং থেকে তিন দফা এ ত্রাণ সামগ্রী পুলিশ সুপারের নিকট প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।
প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আটা, লবণ, আলু, পেঁয়াজসহ মোট ১২ কেজি পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রয়েছে।
চেম্বার পরিচালক গোপাল সাহা জানান, জেলা প্রশাসনের আলোচিত উদ্যোগ 'সততা স্টোর'-এর খাদ্য পণ্যও চেম্বারের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। ব্যবসায়ীরা ভর্তুকি দিয়ে স্বল্পমূল্যে সততা স্টোরের জন্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে আসছে।
চেম্বার সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম বলেন, দেশের এ দুঃসময়ে ব্যবসায়ীরা বসে নেই। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের ব্যবসায়ীবৃন্দ। যে সকল ব্যবসায়ী ত্রাণ দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।