• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও ২টি ইজিবাইক পুড়ে গেছে

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২০, ১২:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তরে আনোয়ারপুর মোড়ে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় ভয়াবহ অগি্নকা-ের ঘটনা ঘটেছে। এতে ফার্মেসি, মুদি ও চা-দোকানসহ ৫টি দোকান এবং ২টি ইজিবাইক পুড়ে গেছে। এ ঘটনায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে আসার আগেই লাগাতার সব দোকান ভস্মীভূত হয়ে যায়।


প্রত্যক্ষদর্শী উজ্জ্বল ও নূর মোহাম্মদ জানান, রাত সাড়ে ৯টার দিকে আগুন দেখতে পেয়ে তারা ডাকচিৎকার দেন। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে তা কেউ জানে না।

 


গতকাল রোববার সকালে সরেজমিনে জানা গেছে, দোকানগুলো ও ভেতরে পড়ে থাকা সকল মালামাল পুড়ে গেছে। দুই দোকানে থাকা দুটি ফ্রিজ ও চার্জে থাকা দুটি ইজিবাইক পুড়ে গেছে। দোকানে থাকা কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

 


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ দোকানই ছিলো তাদের একমাত্র আয়ের পথ। এখন আর কিছু রইলো না। সব কিছু পুড়ে গেলো। সরকারের কাছে অনুদান দাবি করেন তারা।

 


ক্ষতিগ্রস্তদের মধ্যে মোঃ আলাউদ্দিনের মুদি-স্টেশনারীর দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ টাকা, নূর মোহাম্মদ ফার্মেসির দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লাখ ৬০ হাজার টাকা, আব্দুল মালেক সরকারের চা-দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা, শাহাদাত হোসেনের মুদি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ টাকা। এছাড়া ইমন সরকারের ১টি ও রাজিবের ১টি ইজিবাইক পুড়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা। উল্লেখ্য, পুড়ে যাওয়া ৫টি দোকানঘর ৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন স্থানীয় গ্রামের জাহানারা বেগম।