• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জেলা প্রশাসনের উদ্যোগ : বিনামূল্যে দুপুরের খাবার খেলো শহরের ১৩১৬ জন দরিদ্র ভাসমান মানুষ

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২০, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতিতে চাঁদপুর শহরে দরিদ্র ও ভাসমান অসহায় মানুষের জন্যে বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। প্রতিদিন শহরের রেলওয়ে কোর্টস্টেশন সংলগ্ন চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে এ খাবার বিতরণ করা হয়।


হোটেল পরিচালক জাকির হোসেন বেপারী জানান, লকডাউনের মধ্যে গত কয়েক দিনে ১৩১৬ জন ভাসমান অসহায় নারী-পুরুষ এবং প্রতিবন্ধীকে দুপুরের খাবার দেয়া হয়েছে। জনপ্রতি ৫০ টাকা মূল্যের খাবারের মধ্যে রয়েছে ভাত, ডাল, সবজি ও ডিম।

 


গতকাল রোববার ৪০ থেকে ৪৫ জনকে খাবার দেয়া হয়। এ সময় প্রতিবেশী দোকানী মোবারক হোসেন সিকদার উপস্থিত ছিলেন।

 


এ বিষয়ে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া জেলার সব খাবার হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। এতে শহরের অসহায় দরিদ্র, শ্রমজীবী ও ভাসমান মানুষরা বিপাকে পড়েছেন। এছাড়া বর্তমান পরিস্থিতিতে তাদের উপার্জনও বন্ধ হয়ে গেছে। এসব দিক চিন্তা করে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নির্দেশনায় বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ চালু করা হয়েছে।

 


করোনাভাইরাস পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী ওই রেস্টুরেন্ট থেকে খাবার বিতরণ চালু থাকবে।