• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ২৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ : সিভিল সার্জন

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২০, ১৫:০৩ | আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৫:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের আরো ২৯জনের করোনা টেস্টের রিপোর্ট এসেছে রোববার দুপুরে। এরা সবাই করোনামুক্ত। এ নিয়ে চাঁদপুরে মোট রিপোর্ট আসলো ১৩৯টি। এর মধ্যে করোনা ভাইরাস পজেটিভ আসে ১০টি।

করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন আছেন ৮জন। প্রথম আক্রান্ত মতলব উত্তরের জামাই সুস্থ হয়ে ফের শ্বশুর বাড়ি ফিরেছেন। এছাড়া মৃত ১জন।

সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুরে ২৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ রোববার দুপুরে যে ২৯জনের রিপোর্ট পাওয়া গেছে তাদের কেউ করোনায় আক্রান্ত নয়। এর বাইরে ঢাকা ও নারায়ণগঞ্জে চাঁদপুরের আরো ২জন করোনায় আক্রান্ত ও ১জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।