ইচলীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১৪:৫৯
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর সদরের ইচলীতে সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যায়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহজাহান রাস্তা পার হওয়ার সময় একটি অটোবাইক তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক চালককে অটোবাইকসহ দোকানঘর থেকে আটক করা হয়।