• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পুলিশ কর্মকর্তাদের চাঁদপুর সিএসডি গুদাম পরিদর্শন

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২০, ১২:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে পুলিশ কর্মকর্তাগণ। গতকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে চাঁদপুর সিএসডি গোডাউনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এ সময় সিএসডি ব্যবস্থাপক ও জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তারা।

জানা যায়, চাঁদপুরে চাল বিতরণ ও মওজুদের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। বিশেষ করে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপির নির্দেশে ত্রাণের চাল সঠিকভাবে বণ্টন ও সংরক্ষণ বিষয়টি কড়া নজরদারিতে আনতে শুরু করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ সাংবাদিকদের জানান, চাঁদপুরে সিএসডি গোডাউন থেকে ত্রাণের চালসহ বিভিন্ন সরকারি বরাদ্দ সঠিকভাবে যাচ্ছে কি না এবং করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করছে কি না তা খতিয়ে দেখাসহ শহরে ড্রোন উড়িয়ে অনেক কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে।

সিএসডি ব্যবস্থাপক জানান, আমরা উপজেলা পরিষদের বরাদ্দকৃত ডিওর মাল ছাড় করছি। রিলিফের বরাদ্দ কীভাবে যায় এ বিষয়ে পুলিশ বিভাগ থেকে খোঁজখবর নেয়া হচ্ছে।

এদিকে একটি সূত্রে জানা গেছে, ত্রাণসহ সরকারি বরাদ্দ সংরক্ষণ ও বণ্টন কার্যক্রমের অনিয়ম এবং অব্যবস্থাপনা রোধকল্পে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও কাজ করছে।

এছাড়াও চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনপ্রতিনিধিগণ তাদের কার্যালয় থেকে যেনো ত্রাণসামগ্রী বিতরণ করেন।