• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তর করোনা উপসর্গে ১ জনের মৃত্যু ও ১জন শনাক্ত ৬টি বাড়ি লকডাউন

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২০, ১২:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলায় করোনার উপসর্গে ১ জনের মৃত্যু ও ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহসহ নতুন করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন। এ নিয়ে মতলব উত্তরে করোনা রোগী শনাক্ত হলো চার জন। মৃত ও আক্রান্ত এলাকার ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।


জানা যায়, ওমান থেকে মাস ছয়েক আগে ফেরত শিকিরকান্দি গ্রামের করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি রোগে ভুগছিলেন। গতকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ২টায় তিনি মারা যান। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এছাড়া করোনায় আক্রান্ত ব্যক্তি মঙ্গলবার ঢাকায় পরীক্ষার জন্যে নমুনা দিয়ে আসে। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এ ঘটনার পর মৃত ব্যক্তির এলাকার ১টি ও আক্রান্ত এলাকার ৫টি বাড়ি লকডাউন করা হয়।


ডাঃ নুসরাত জাহান মিথেন জানান, মারা যাওয়া ব্যক্তির জ্বর, সর্দি, কাশিসহ করোনার কিছু উপসর্গ থাকায় আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করছি ও আক্রান্ত ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে।