ত্রানের চাল বিষয়ে ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার ব্যাখা
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ২৩:৩২ | আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২৩:৫০
নিজস্ব প্রতিবেদক


বিভিন্ন গণ
মাধ্যমে চাঁদপুর জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার বাসায় ত্রাণের চাল নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ঘটনার সত্যতা না জেনে অনেকে বিভিন্নভাবে সংবাদ প্রকাশ করেছেন। প্রকৃত ঘটনা তুলে ধরে ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা তাঁর নিজের ফেসবুকে প্রকৃত ঘটনা তুলে বণর্না করেছেন তা পাঠকদের জ্ঞাতার্থে তুলে ধরা হলো :
যেহেতু চাঁদপুর শহরে লক ডাউন চলছে। মানুষজন বাসা থেকে বের হওয়া নিষেধ। আমি বিকেলে চাল উত্তোলন করি। আমি চালগুলো তালিকা অনুযায়ী প্রত্যেকের বাসায় বাসায় পৌছে দেওয়ার জন্য আমি বাসায় রাখি। কিন্তু পরক্ষণে যখন আমি বুঝলাম যে, এটি নিয়ে কথা উঠতে পারে তাই আমি স্ব উদ্যোগে সাথে সাথেই সব চাল উপজেলা পরিষদে পৌছে দেই। এখানে আমার বাসা হতে কেউ চাল উদ্ধার করেন নি। আমি উপজেলা পরিষদ হতেই তালিকা অনুযায়ী অনুযায়ী চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর মহোদয় অবহিত আছেন।
বিঃ দ্রঃ প্রথমত কথা হচ্ছে, উপজেলা পরিষদে গোডাউন না থাকার কারনে আমি বাধ্য হয়েই এই চালগুলি বাসায় আনতে হয়েছে তার কারন হচ্ছে আমার বাসার সামনে এবং বাসার ভিতরে চাল রাখার মতো যথেষ্ট পরিমাণে জায়গা ছিলো। এমন কি দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যেনো মানুষের কাছে তালিকা অনুযায়ী দ্রুতসময়ে ত্রাণ সামগ্রী দিতে পারি।
প্রকাশ করা আবশ্যক যে, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী নিরবে নিভৃতে মধ্যবিত্ত পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌছে দেওয়ার জন্যই আমার উপরিউক্ত চিন্তাভাবনাটি ছিলো ।