চাঁদপুরে করোনা পরিস্থিতি : করোনা সন্দেহে আরো ৬০ জনের নমুনা টেস্টের জন্য প্রেরণ


চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় করোনার উপসর্গ রয়েছে এমন সন্দেহে নতুন করে আরো ৬০ জনের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে গতকাল পাঠানো হয়েছে ২৬ জনের আর আজ সকালে পাঠানো হবে ৩৪ জনের। চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র থেকে আরো জানা গেছে, এ পর্যন্ত (আজ মঙ্গলবার সকাল পর্যন্ত) চাঁদপুর জেলা থেকে করোনা টেস্টের জন্যে ১০৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৯টির রেজাল্ট এসেছে। আর ৬০টির রেজাল্ট অপেক্ষমান অবস্থায় আছে। রেজাল্ট পাওয়া ৪৯টির মধ্যে ৪৫টি নেগেটিভ আর ৪টি পজিটিভ। অর্থাৎ চারজন করোনায় আক্রান্ত হয়েছে। এ চারজনের মধ্যে একজন চাঁদপুর সদর উপজেলার, আর বাকি তিনজন হচ্ছে মতলব উত্তর উপজেলার। এ তিনজনের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে একজন চিকিৎসকও রয়েছেন। এদিকে আজ অথবা কালকের মধ্যে ২৬টির ফলাফল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।