করোনা সংক্রমণ প্রতিরোধে আজ থেকে চাঁদপুরের নদী সীমায় কোস্টগার্ডের টহল


করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে শুরু থেকে এপ্রিলের প্রথম ক’দিন পর্যন্ত চাঁদপুর জেলার পরিস্থিতি অনেকটাই ভালো ছিলো। শুরু থেকেই চাঁদপুর জেলায় বিদেশ ফেরতদের একেবারে চিরুনি অভিযানের মতো খুঁজে খুঁজে বের করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করা হয়। কিন্তু এপ্রিলের ৫/৬ তারিখ থেকে যখন চাঁদপুরের দিকে নারায়ণগঞ্জ থেকে মানুষ আসা শুরু করে, তখনই পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। এখন তো পরিস্থিতি বেসামাল। সব কিছু যেনো ল-ভ- করে দিচ্ছে। গতকাল রাত পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে পালিয়ে আসার সংখ্যা সিভিল সার্জন অফিসের তথ্য মতে সহ¯্রাধিক। আর হিসেবের বাইরে তো আরো রয়েছেই।
করোনায় আক্রান্তের সংখ্যার দিক দিয়ে দেশে শীর্ষে রয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে বিপুলসংখ্যক মানুষ চাঁদপুরে ঢুকে পড়ায় এখন পুরো জেলাই আতঙ্কের মধ্যে আছে। এখন ঢাকা, নারায়ণগঞ্জ ও শরীয়তপুর থেকে চাঁদপুরের দিকে নৌ পথে মানুষ আসা ঠেকাতে আজ থেকে কোস্টগার্ডের দুটি জাহাজ থাকবে চাঁদপুরের নৌ সীমানায়। একটি থাকবে মতলব উত্তরের মোহনপুর এলাকায়, আর আরেকটি থাকবে চাঁদপুর সদর এলাকায়। গতকাল রাতেই জাহাজ দুটি চাঁদপুর চলে আসার কথা এবং আজ ভোর থেকেই কোস্টগার্ড সদস্যরা নদীতে কড়া পাহারা দিবে। কোস্টগার্ড চাঁদপুর অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।