• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

অযথা ঘোরাফেরা করায় ৫৬ জনকে ৪২ হাজার ৮শ’ টাকা জরিমানা

প্রকাশ:  ১৩ এপ্রিল ২০২০, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে গতকাল ১২ এপ্রিল চাঁদপুর জেলার সকল উপজেলায় ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অযথা বাসা থেকে বের হওয়া, অনেকজনে একসাথ হওয়া, নিরাপদ দূরত্ব বজায় না রাখা এবং হোম কোয়ারেন্টাইন না মানাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫৬ জনকে ৪২ হাজার ৮শ’ টাকা জরিমানা করে। চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট আইন ২০০৯-এর তফসিলভূক্ত দ-বিধি ১৮৬০, সংক্রামক রোগ আইন ২০১৮ অনুযায়ী ৫৬টি মামলায় ৫৬ জন ব্যক্তিকে সর্বমোট ৪২ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বাধিক পঠিত