• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চাঁদপুর জেলা লকডাউন

প্রকাশ:  ১১ এপ্রিল ২০২০, ১১:১১ | আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৩:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনায় আক্রান্তের দিক দিয়ে দেশের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জ। এই দুই জেলা থেকে বিপুল পরিমাণ মানুষ চাঁদপুরে ঢুকে পড়ায় এই জেলাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তাই বাধ্য হয়ে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজেদুর রহমান খান চাঁদপুর লকডাউন ঘোষণা করেছেন। তিনি ৯ এপ্রিল দুপুরে গণবিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে এদিন সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন। ওই গণবিজ্ঞপ্তির সার কথা ছিলো- চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ বা অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই রূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই আদেশ ৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে।

জেলা প্রশাসকের এই গণবিজ্ঞপ্তি জারির পর আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা নিয়ে মাঠে নামে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে নামে। এরপর থেকে শহরে দিনের বেলা মানুষের চলাচল অনেকটা কমে যায়।

সর্বাধিক পঠিত