চাঁদপুর পৌরসভার LIUPC প্রজেক্টের নামে কি চলছে?


চাঁদপুর পৌরসভার LIUPC প্রজেক্টের মধ্যেই ভূত। যেখানে পুলিশ প্রশাসন সহ সবাই কাজ করতেছে মানুষদের ঘরে থাকার জন্য যাতে করোনা ভাইরাস না ছড়ায় সেখানে চাঁদপৌরসভার অধীনস্থ UNDP পরিচালিত LIUPC এর কর্মকাণ্ড আসলেই অন্যরকম। সাবান বিতরণের নামে তারা মাঠ পর্যায়ে যা করতেছে তাতে করোনা ভাইরাস ছড়ানোর সুযোগ আরো বৃদ্ধি পায়। একসাথে জটলা করে যেখানে কোন সামাজিক দুরত্ব মানা হয়না, মানা হয়না কোন লক ডাউন। যারা সাবান নিতে আসে তাদের মাঝে যদি একজনের ও করোনা ভাইরাস থাকে তাহলে পুরো এলাকার কি অবস্থা হবে তা কল্পনাতীত। এছাড়াও LIUPC এর যে কর্মীরা কাজ করে তারাও আছে এই ঝুঁকির মাধ্যমে। পিপিই এর নামে রেইনকোট এর মতো পড়িয়ে এই রোদে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত জরুরি সেবাদান প্রতিষ্ঠান ব্যাতীত সবাইকে লক ডাউন এ রেখেছে। LIUPC এর এই প্রজেক্ট কি জরুরি অবস্থার মাঝে পড়ে?