• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করলেন জেলা প্রশাসক

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২০, ১৬:১৭ | আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৬:৩১
উজ্জ্বল হোসাইন
প্রিন্ট

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সারাদেশে ছড়িয়ে পরায় এর করোনা সংক্রমণ প্রতিরোধে চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করছেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। জেলা প্রশাসন ০৫.৪২.১৩০০.০০৮.০৩.০০৮.২০.৪৩৫ নং স্মারকে ৯ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত লকডাউন ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামক ঝুঁকি মোকাবেলায় ‘করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, চাঁদপুর-এর সভার সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮-এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক চাঁদপুর জেলাকে অবরূদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণ প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অন্য কোনো জেলা থেকে এ জেলা সড়ক ও নৌপথে কেউ প্রবেশ করতে পারবে না। বা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমণ করতে পারবে না। জেলা অভ্যন্তরে আন্তঃউপজেলায় গমণের ক্ষেত্রে একই সিদ্ধান্ত বলবৎ থাকবে। সকল ধরণের গণপরিবহন পূর্বের ন্যায় বন্ধ থাকবে। তবে জরুরি ওষুধ ও খাদ্য সামগ্রী সরবারহ এবং সংগ্রহ ইত্যাদি এর আওতার বাইরে থাকবে। জনসার্থে এ আদেশ ৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে।

সর্বাধিক পঠিত