• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে এক কিশোরী ভর্তি

স্পর্শকারীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০২০, ১২:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনায় আক্রান্ত সন্দেহে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রুমানা আক্তার ( ১৮) নামের এক রোগীকে ভর্তি করা হয়েছে। গতকাল ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে তাকে ওই ওয়ার্ডে ভর্তি করা হয়।

অসুস্থ রুমানা আক্তার চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী বাবুরহাট এলাকার হোসেন জমাদারের মেয়ে। সে গত কদিন ধরে জ্বর, সর্দি, কাশি গলা ব্যাথা ও শ^াসকষ্টসহ করোনা উপসর্গ জনিত রোগে ভুগছিলো বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে তার স্বজনরা তাকে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি দেন। এদিকে অসুস্থ রুমানাকে হাসপাতালে নিয়ে আসা তার কয়েকজন স্বজন ও হাসপাতালের যে ক’জন কর্মচারী তাকে চিকিৎসাসেবা দিতে গিয়ে স্পর্শ করেছে, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এএইচএম সুজাউদ্দৌলা রুবেল জানান, সে জ¦র, সর্দি, কাশি এবং শ^াসকষ্ট জনিত রোগে ভুগছিলো। মঙ্গলবার দুপুরে তার স্বজনরা চিকিৎসার জন্যে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তাই আমরা তাকে করোনায় আক্রান্ত হতে পারে সন্দেহে আইসোলেশনে ভর্তি করিয়েছি। আমরা এই রোগীর নমুনা সংগ্রহ করে বাংলাদেশ রোগ তত্ত্ব ও গবেষণা (আইইডিসিআর) কেন্দ্রে পাঠাবো। সেখান থেকে তার পরীক্ষার রিপোর্ট পাঠালে নিশ্চিত হওয়া যাবে সে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।

ডাঃ রুবেল জানান, এছাড়া ওই রোগীর স্বজন এবং হাসপাতালে চিকিৎসা সেবা দিতে গিয়ে যারা রোগীকে স্পর্শ করেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই রোগী চিকিৎসাধীন রয়েছে।

সর্বাধিক পঠিত