সরকারি নির্দেশনা না মানায় ৫০ ব্যক্তিকে ২৫ হাজার ৮শ’ টাকা জরিমানা
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৩:০৩
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বেঁচে থাকতে সরকারি নির্দেশনা অমান্য করে অযথা বাসা-বাড়ি থেকে বের হওয়া, সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং হোম কোয়ারেন্টাইন না মানাসহ বিভিন্ন অপরাধে ৫০টি মোবাইল কোর্টে ৫০ ব্যক্তিকে জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পরিমাণ হচ্ছে ২৫ হাজার ৮শ’ টাকা। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, সেনাবাহিনী ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধের লক্ষ্যে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।