• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর যুব ফাউন্ডেশনের খাদ্যপণ্য বিতরণ

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০২০, ১২:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘ত্রাণ যাবে বাড়ি’ জেলা প্রশাসক, চাঁদপুরের এই স্লোগানের সাথে একাত্মতা রেখে চাঁদপুর যুব ফাউন্ডেশনের সদস্যদের উদ্যোগে করোনায় কর্মহীন মানুষের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। গতকাল ০৫ এপ্রিল রোববার চাঁদপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের সদস্যরা। ফাউন্ডেশনের সদস্যদের সহযোগিতায় ৬০জন কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  খাদ্য সামগ্রী দেয়ার সময় উপকারভোগীদের নিকট থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক সুজন গাজী, কার্যকরী সদস্য উজ্জ্বল হোসাইন, মোঃ হানিফ শেখ, সদস্য মোঃ রফিকুল ইসরাম শরীফ, অর্থ সম্পাদক বাদশা ভূঁইয়া প্রমুখ।