• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ব্যবসায়ী রিপন সাহার উদ্যোগে চাউল বিতরণ

প্রকাশ:  ০১ এপ্রিল ২০২০, ২৩:৩৬
চাঁদপুর প্রতিনিধি।।
প্রিন্ট

চাঁদপুর শহর পুরানবাজারের ব্যবসায়ী ও চাল ব্যবসায়ী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সাহা ব্যক্তিগত উদ্যোগে ২০০ অসহায় ও দুঃস্থদের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করেছেন। পহেলা মার্চ বুধবার ডাইল পট্টিতে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিম্ন ও অসহায় বিভিন্ন শ্রেণী পেশার এসব মানুষের মাঝে চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন।

এ সময় জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী,জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আমিন উদ্দিন বাবুল, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, পুরানবাজারের ব্যবসায়ী সমর কান্তি সাহা, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি লিটন সাহা, সুবল ঘোষ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত