• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ৩০০ পরিবারেরর মাঝে কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশ:  ০১ এপ্রিল ২০২০, ২৩:২০
চাঁদপুর প্রতিনিধি।।
প্রিন্ট

করোনা পরিস্থিতির দুর্দিনে চরাঞ্চলের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্টগার্ড চাঁদপুর। সামাজিক দূরত্ব বজায় রেখে রাজরাজেশ্বর ইউনিয়ন চর এলাকার ৩০০ পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বুধবার দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এসএম লুৎফর রহমানের উদ্যোগে তাদের নিজেদের অর্থায়নে চরাঞ্চলের হতদরিদ্রদের জন্য চাল, ডাল, তেলসহ ৮ আইটেম ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, কোস্টগার্ডের এসসিপিও, (কম) সৈয়দ দ্বীন ইসলাম, রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হযরত আলী বেপারী ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ। 

উল্লেখ্য, বাংলাদেশে মহামারি করোনা ভাইরাস মোকাবেলা করতে ইতিমধ্যে সরকার ১৪ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন এবং জনসাধারণকে বাড়িঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। চরাঞ্চলের হতদরিদ্র ও দিনমজুররা কাজ করতে না পারায় নিজেদের জীবিকা নির্বাহ করতে অনেক সমস্যা পড়েছে।
তাই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।