চাঁদপুরে ৩০০ পরিবারেরর মাঝে কোস্টগার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ


করোনা পরিস্থিতির দুর্দিনে চরাঞ্চলের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্টগার্ড চাঁদপুর। সামাজিক দূরত্ব বজায় রেখে রাজরাজেশ্বর ইউনিয়ন চর এলাকার ৩০০ পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বুধবার দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এসএম লুৎফর রহমানের উদ্যোগে তাদের নিজেদের অর্থায়নে চরাঞ্চলের হতদরিদ্রদের জন্য চাল, ডাল, তেলসহ ৮ আইটেম ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, কোস্টগার্ডের এসসিপিও, (কম) সৈয়দ দ্বীন ইসলাম, রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হযরত আলী বেপারী ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশে মহামারি করোনা ভাইরাস মোকাবেলা করতে ইতিমধ্যে সরকার ১৪ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন এবং জনসাধারণকে বাড়িঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। চরাঞ্চলের হতদরিদ্র ও দিনমজুররা কাজ করতে না পারায় নিজেদের জীবিকা নির্বাহ করতে অনেক সমস্যা পড়েছে।
তাই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।