চাঁদপুরে মানবিক সহায়তায় ১৫০ পরিবারকে চাল দিয়েছে চাল ব্যবসায়ী সমিতি


করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে ১৫০ জন দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছে চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতি। ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে শহরের পুরাণবাজার আড়ত পট্টিতে সমাজিক দূরত্ব বজায় রেখে এ চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল করিম, পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ, চাঁদপুর চেম্বারের সহ সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক সালাউদ্দিন মোঃ বাবর, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাহাজ্ব নাজমুল আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি পরেশ মালাকার, সহ সভাপতি আলহাজ্ব শফি উল্লাহ (স্বপন) পাটোয়ারী, আলহাজ্ব মোতালেব হোসেন মৃধা, আলহাজ্ব আবুল বাশার কাশেম, শম্ভুনাথ সাহা, যুগ্ম সম্পাদক রোটা. রিপন সাহা, উপদেষ্টা আ. রব মল্লিক শানু, সদস্য আনিছ বেপারি, মোঃ সেলিম খান, ব্যবসায়ী প্রতিনিধি ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিক, আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ পাটওয়ারিসহ বাজারের ব্যাবসায়ী বৃন্দ।