ইব্রাহিমপুর ইউনিয়নে জাটকা রক্ষায় জেলে চাল বিতরণ
প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১৯:২৫
স্টাফ রিপোর্টারঃ


চাঁদপুর সদর উপজেলা ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ১৫৭৫ জন জলের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির মার্চ মাসের চাল বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সচিব সালামত উল্লাহ খান শাহিনের উপস্থিতিতে এই চাল বিতরণ করা হয়। ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন সমবায় অফিসার দুলাল চন্দ্র দাস।
এ সময় ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ দিদার শফিক আখন, সেলিম বেপারীসহ অন্যরা উপস্থিত ছিলেন। ইউপি সচিব জানান আমাদের ইউনিয়নে তালিকাভুক্ত জেলে রয়েছে ২ হাজার ২১৪ জন। ৬৩৯জন জেলের চাল বরাদ্দ কম পেয়েছি। নদীর ওপারের ৬টি ওয়ার্ডের চাল চেয়ারম্যান হাজী কাসেম খান উপস্থিত থেকে সেখানে বিতরণ করছেন।