খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ঘরে জিল্লুর রহমান জুয়েল
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১৮:০৮
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল তার ব্যক্তিগত তহবিল থেকে চাঁদপুর পৌর এলাকার খেটে খাওয়া অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
এছাড়া তিনি সকলকে এই দুর্যোগ সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এর সাথে সাথে করোনাভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চিকিৎসকের দেয়া নিয়ম সম্বলিত লিফলেট বিতরণ করেন।