চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ফ্রেস এন্ড স্পাইসি’র ভ্রাম্যমাণ ফুড সার্ভিস কার্যক্রম চালু


চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ ফুড সার্ভিস কার্যক্রম চালু করা হয়েছে। সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সাথে আসা স্বজনদের জন্যে লাভবিহীন ভ্রাম্যমাণ ফুড সার্ভিস কার্যক্রম করেন ফ্রেস এন্ড স্পাইসি। দুপুরে এর উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েল। এ সময় সাথে ছিলেন হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল। মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েলের উদ্যোগে এবং ছাত্রলীগ নেতা নাহিদ কামরুল ইসলাম, পাভেল, কামাল, সুমন ও সম্রাটের আর্থিক সহায়তায় এ কার্যক্রমটি চালু করা হয়। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে বর্তমান পরিস্থিতিতে শহরের হোটেল রেস্তোঁরা বন্ধ থাকায় রোগীদের স্বজনরা খাদ্য সঙ্কটে পড়ে। এ সমস্যা দূরীকরণে এ উদ্যোগ নেয়া হয়।