ফাঁড়ি পুলিশের তৎপরতায় পুরাণবাজারের রাস্তা ফাঁকা


মরণব্যাধি করোনা ভাইরাস ঠেকাতে ফাঁড়ি পুলিশের তৎপরতার কারনে চাঁদপুর জেলা শহরের প্রধান ব্যবসায়ী এলাকা পুরাণবাজারের প্রায় রাস্তা এখন ফাঁকা থাকছে। পুলিশ পরির্দশক ও পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদের নেতৃত্বে ফাঁড়ির পুলিশ সদস্যগণ দিনরাত এলাকার রাস্তাগুলোতে এবং পাড়া মহল্লায় নিয়মিত টহল দিয়ে যাচ্ছেন।
এসময় হ্যান্ড মাইকে জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হয়ে বাড়িতে থাকার আহবান জানাচ্ছে পুলিশ। সরজমিনে দেখা যায়, শুক্রবার সকালে অন্যান্য দিনের মত এসব এলাকার বিপনী বিতান ও দোকান পাঠ খুললে লোকাজনও যথারীতি এসে ভীড় করে।
পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লাঠি চার্জ শুরু করলে অনুমতি হীন দোকান গুলো বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। একই ভাবে রাস্তায় চলাচল কারী মানুষেরাও তখন ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশী এ তৎপরতায় এখানকার প্রায় রাস্তা ফাঁকা হয়ে জনশূণ্য হয়ে পরে।
এ ব্যাপারে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ জানান, করোনা ভাইরাস বিস্তার রোধে এ এলাকার মানুষ ততটা সচেতন নয়। কোন কারণ ছাড়াই মানুষ রাস্তায় অবাধে চলাফেরা করার সুযোগ খুজছে। কেউ দোকান খুলারর চেষ্টাও করছে। আমরা চেষ্টা করছি মানুষকে বুঝাতে। আশা করবো নিজ এবং অন্যের জীবন বাঁচাতে সবাই সরকারি নিয়ম মেনে চলবেন। বিশেষ কারন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। এর ব্যতয় হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।