• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জনগণকে সচেতন ও সতর্ক করার জন্য মাঠে নেমেছে মৈশাদী ছাত্রলীগের নেতৃবৃন্দ

প্রকাশ:  ২৬ মার্চ ২০২০, ২০:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
জনগণক সারা বিশ্বের মতো মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশও। ইতোমধ্যে বাংলাদেশ সরকার দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে সমগ্র বাংলাদেশর জনগণকে নিজ নিজ গৃহে অবস্থান করার নির্দেশ দিয়েছে। সরকারেরর এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খানেরর নেতৃত্বে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন ও সতর্ক করার জন্য মাঠে নেমেছে মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগ। ২৬শে মার্চ (বৃহস্পতিবার) মৈশাদী ইউনিয়ন এর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রমটি পরিচালনা করেন। এ সময় তারা ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদের ওযুখানায় সাবান, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন। পরে তারা অসহায় ও সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড গ্লাভস, ঔষধ সহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন

সর্বাধিক পঠিত