হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক কনস্টেবলসহ আহত ৩

হাজীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাফিক কনস্টেবলসহ আহত হয়েছেন ৩ জন। তবে আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। করোনা জনিত কারণে সড়কে যান চলাচল সীমিত হয়ে যাওয়ায় সিএনজি অটোরিকশা দ্রুত গতিতে চলাচলের কারণে দুটি দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতরা হলেন ট্রাফিক কনস্টেবল আব্দুল হান্নান, যাত্রী আবুল বাসার ও শামীম হোসেন।
সিএনজি অটোরিকশার যাত্রী আহত আবুল বাসার হাজীগঞ্জের রামপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। শামীম হোসেনের ঠিকানা অজ্ঞাত। বুধবার সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বলাখাল বাজার এলাকায়। ব্যাটারী চালিত অটোবাইকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাজীগঞ্জে কর্মরত ট্রাফিক পুলিশ আব্দুল হান্নান আহত হন।
একই দিন বিকেলে বলাখাল পূর্ব বাজারে ফের ব্যাটারি চালিত অটোবাইক ও সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ জন আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ট্রাফিক কনস্টেবল আব্দুল হান্নানের আহতের বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পরিদর্শক আল মামুন তালুকদার জানান, রেশন আনতে চাঁদপুর পুলিশ লাইনে যাচ্ছিলেন আব্দুল হান্নান। বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে অটোবাইক এসে হান্নানকে বহনকারী গাড়িকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, ট্রাফিক কনস্টেবল আহতের বিষয়টি শুনেছি। বিকেলের দুর্ঘটনার খবরটি আমরা এখনো পাইনি।