কচুয়ায় সর্বত্র গণজমায়েত বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান


কচুয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সকল ধরনের সভা-সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, চায়ের স্টল, হোটেল-রেস্তোরাঁয় আড্ডাসহ সকল প্রকারের গণজমায়েত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৫ মার্চ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, সহকারী কমিশনার (ভূমি) একিমিত্র চাকমা, থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া, রহিমানগর, জগতপুর ও সাচার বাজারে জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।
জরুরি প্রয়োজন ব্যতীত সকল প্রকার অটো বাইক এবং সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। শুধু কাঁচাবাজার, খাবার ও ঔষধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবাসমূহ চালু রয়েছে।
একইদিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির কচুয়া বাজার ও পার্শ্ববর্তী এলাকায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানান।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যানুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকা ৯১ জনের বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে এবং ১শ’ ৩১ জনকে পরিবারের সাথে থাকার ছাড়পত্র প্রদান করা হয়।