চাঁদপুর বলাখালে ট্রাকের ধাক্কায় সিএনজি স্কুটার উল্টে ট্রাফিকসহ ৫ জন আহত


হাজীগঞ্জের বলাখালে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সিএনজি স্কুটার উল্টে একজন ট্রাফিক সদস্যসহ ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার সময় বলাখাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটিয়ে ট্রাকটি পালিয়ে যায়।
আহতরা সবাই সিএনজি স্কুটারের যাত্রী। এদের মধ্য গুরুতর আহত অবস্থায় হাজীগঞ্জ থানার ট্রাফিক সদস্য আঃ হান্নান (৬০) ও পুরাণবাজার রিফিউজি কলোনীর দেলু বেপারীর ছেলে সোহাগকে (৩০) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিএনজি চালকের অবস্থাও গুরুতর বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তাকে মুদাফ্ফরগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।
আহত ট্রাফিক পুলিশ সদস্য আঃ হান্নান জানান,রেশন তোলার জন্য তিনি ও কনস্টেবল শাহআলম এ দুইজন হাজীগঞ্জ থেকে সিএনজি স্কুটারে চড়ে চাঁদপুর পুলিশ লাইনের দিকে আসছিলেন।সাথে আরো দুই যাত্রী ছিল। বলাখাল বাজার পার হবার পর বিপরীত দিক থেকে একটি ট্রাক ওভারটেকিং করতে গিয়ে আমাদের বহন করা সিএনজিকে পেছন থেকে লাগিয়ে দেয়।এতে গাড়ি উল্টে পাশ্বে পরে যায়।