করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জেলা প্রশাসকের জরুরি ঘোষণা


এতদ্বারা চাঁদপুর জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে করোনা ভাইরাসের বিস্তৃতি রোধের লক্ষ্যে সকল মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা আলোকে চাঁদপুর জেলায় সকল ধরনের সভা-সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সাংস্কৃতিক কর্মকা-, চায়ের স্টল, হোটেল রেস্তোরাঁয় আড্ডাসহ সকল প্রকারের গণজামায়েত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হলো। কাঁচাবাজার, খাবার ও ঔষধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবাসমূহ চালু থাকবে। খাদ্যদ্রব্য, ঔষধ, চিকিৎসা, মৃতদেহ দাফন/সৎকার ব্যতিত কেউ নিজ গৃহ থেকে বের হবেন না। জরুরি প্রয়োজনে ঘর হতে বের হতে হলে অবশ্যই প্রমাণপত্রসহ (প্রযোজ্য ক্ষেত্রে) বের হতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তা দেখাতে হবে। জরুরি প্রয়োজন ব্যতিত সকল প্রকার অটো এবং সিএনজি চলাচল বন্ধ থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যার যার ঘরে থাকুন, করোনা ভাইরাস প্রতিরোধ করুন।
অনুরোধক্রমে
(মোঃ মাজেদুর রহমান খান)
জেলা প্রশাসক, চাঁদপুর।