চাঁদপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১০:০৫
নিজস্ব প্রতিবেদক


মরণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে চাঁদপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে চেম্বার সংলগ্ন নতুন রাস্তায় কর্মরত শ্রমিকদের মাঝে এ সামগ্রী বিতরণ করেন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ। তিনি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ঘন ঘন সাবান বা হ্যান্ড স্যানিটেশন দিয়ে ভালোভাবে হাত ধোয়াসহ ধূলাবালি থেকে মুক্তিপেতে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। এ সময় চেম্বার পরিচালক রোটাঃ গোপাল সাহা পিএইচএফ, চেম্বার সচিব আঃ মোতালেব শেখ টুটুলসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।