পুরাণবাজারে যানবাহন ও বাসা-বাড়িতে জীবাণুনাশক স্প্রে


চাঁদপুর পুরাণবাজারের ১নং ওয়ার্ডের তরুণদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে যানবাহন ও বাসা-বাড়িতে জীবাণুনাশক স্প্রে ছিঁটানো কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইমার্জেন্সি ফ্রেন্ড নামে এই গ্রুপটি বিভিন্ন সময়ে জনস্বার্থে এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মকা- পরিচালনা করে থাকেন।
নিজেদের ক্ষুদ্র অর্থায়নে নিজেদের তৈরি জীবাণুনাশক দিয়ে মঙ্গলবার সকাল থেকে তারা পুরাণবাজারে আগত প্রায় ৪ শতাধিক যানবাহনে স্প্রে করেন। এছাড়া বিকালে বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে আঙ্গিনা ও বিভিন্ন নোংরা জায়গায় তারা স্প্রে করেন এবং সচেতনতা বৃদ্ধিতে হাত ধোওয়ার পরামর্শ প্রদান করেন।
উপস্থিত ছিলেন সাংবাদিক শাওন পাটওয়ারী, রবিউল হোসেন, শান্ত হাওলাদার, বিধান রায়, আতিক ইসলাম, তুহিন রানা, সোহেল রানা, রোকন হোসেন, সাইফ রহমান, সৌরভ পোদ্দার, শাহআলম প্রমুখ। প্রতিদিন তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।