• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

করোনা প্রতিরোধে পুরাণবাজারে ইব্রাহীম জুয়েলের মাস্ক ও লিফলেট বিতরণ

প্রকাশ:  ২৫ মার্চ ২০২০, ০৯:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চাঁদপুর টাইমসের উদ্যোগ চাঁদপুর পৌর ২নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। ২৪ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যমটির প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল পুরাণবাজার এলাকায় এসব বিতরণ করেন।
স্থানীয়ভাবে জনসমাগম এড়াতে তিনি দ্রুততার সাথে উপস্থিত পথচারী ও দোকানদের মাঝে এগুলো পৌঁছে দেন। এ সময় চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইনসহ সাংবাদিকবৃন্দ এতে অংশ নেন। এ বিষয়ে ইব্রাহীম জুয়েল বলেন, সরকারি হিসেবে আক্রান্ত দেশ থেকে চাঁদপুরেও বেশ কিছু প্রবাসী এসেছেন। এদের কেউ কেউ কোয়ারেন্টাইনে থাকলেও অনেকে অসচেতনতার কারণে থাকছেন না। তাই চাঁদপুরও হুমকির বাইরে নয়। এছাড়া পৌর এলাকার গরিব মেহনতি মানুষদের অনেকেই এ ভাইরাস প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জানেন না। তাই তাদেরকে বিষয়টি জানাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। এটি আমাদের অব্যাহত থাকবে।
এ সময় তিনি সরকারের পাশাপাশি অন্যকেও করোনা প্রতিরোধে সামাজিক ও সচেতনমূলক কর্মকা-ে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগের দিন চাঁদপুর পৌর ১নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

 

সর্বাধিক পঠিত