• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

উম্মে হাবিবা জুনিয়রে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

প্রকাশ:  ২৫ মার্চ ২০২০, ০৯:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উম্মে হাবিবা এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) ও চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃ আনোয়ার হাবিব কাজল ও মতলব রয়মনেন্নেসা মহিলা কলেজের ক্রীড়া শিক্ষিকা শাহাজাদী আক্তারের কন্যা। সে চাঁদপুর সদর থানার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের পাটওয়ারী বাড়ির অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান পাটোয়ারী ও মিসেস রাবেয়া বেগমের নাতনী।
উল্লেখ্য, উম্মে হাবিবা ২০১৭ সালে মতলব কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল থেকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি লাভ করে। বাংলাদেশ স্কাউটস্-এর সক্রিয় সদস্য হিসেবে ২০১৬ সালের বাংলাদেশ স্কাউটসের ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ পাওয়ার গৌরব অর্জন করে। ভবিষ্যৎজীবনে উত্তরোত্তর সাফল্য অর্জনে সে সকলের দোয়াপ্রার্থী।

সর্বাধিক পঠিত