চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির লিফলেট ও মাক্স বিতরণ


করোনাভাইরাস সম্পর্কে ব্যবসায়ী ও গদিঘর শ্রমিকদের সচেতন করতে লিফলেট ও মাক্স বিতরণ করেছে চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। ২৩ মার্চ সোমবার দুপুর আড়াইটায় শহরের পুরাণবাজারে এই লিফলেট ও মার্কস বিতরণ করা হয়। চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বাজারের আড়ত পট্টি, চাউল পট্টি, ডাল পাট্টি, বাতাসা পট্টির সকল ব্যবসায়ী ও লেবারদের মহামারি এই মরণব্যধি সম্পর্কে সচেতন করতে এবং ভাইরাসটি সংক্রমণ প্রতিরোধে এই উদ্যোগ গ্রহণ করেন।
এসময় চাউল ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস একটি ছোঁয়াছে রোগ। ইতিমধ্যে এই ভাইরাসটি বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে। বাংলাদেশেও ভাইরাসটি বিস্তার করছে। তাই এর থেকে রক্ষায় আমাদের আতঙ্কিত না হয়ে বিষয়টি গুরুত্বের সাথে সচেতন থাকতে হবে। আপনারা নিয়মিত হাত মুখ ধুবেন, পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন। আর নিজেরা সচেতন থাকার পাশাপাশি পরিবার-পরিজনকে সচেতন রাখবেন।
এসময় চাউলের দাম বৃদ্ধির বিষয়ে নেতৃবৃন্দ বলেন, এখন চাউলের বাজার নিম্নমুখী। প্রচুর পরিমাণে চাউল সরবরাহ বারছে। এর ফলে দামও কমে আসছে। সরবরাহ বাড়াতে চালের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। আপনারা এই বিষয়ে আতঙ্কিত হবেন না। গুজবে কান দিয়ে অযথা চাউল মজুত না করার জন্য ক্রেতা- বিক্রেতা সকলের কাছে অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরির্দশক মোঃ মাসুদ, চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাহাজ্ব নাজমুল আলম পাটোয়ারী, সহ-সভাপতি আলহাজ্ব শফি উল্লাহ (স্বপন)পাটোয়ারী, আলহাজ্ব মোতালেব মৃধা, আলহাজ্ব আবুল বাশার কাশেম, ব্যবসায়ী নেতা মহব্বত হায়দার চৌধুরী, আড়তদার ব্যবসায়ী প্রতিনিধি ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিক, রোটাঃ রফিকুল ইসলামসহ সমিতির সদস্যবৃন্দ ও লেবার সমিতির নেতৃবৃন্দ।